কাকোরি মামলা শুরু হল
হাজার মানুষ সে মামলা শুনল
জানত ওরা ভারত সন্তান
গভীর ওদের শ্রদ্ধা অভিমান
বীর তারা, কাতর হয় না ওদের প্রাণ।
লোকজন শুনছিল দর্শক হয়ে
হৃদয় ভরা মাতৃমন্ত্র পেয়ে
ইংরেজপুলিশ ওদের হিন্দু মুসলমান
ভেদাভেদের কথা বলল
আশফাকুল্লা শুনতে অস্বীকার করল।
ওর নিজের দর্শন ছিল ভারত মাতা
সবাই মোরা ভারতসন্তান ভেদাভেদ কিছু নাই
সাম্প্রদায়িক ভাবনা নিয়ে দেশ গড়া
যাবে না।
উনিশে সেপ্টেম্বর উনিশ শ সাল
হাজার লোকের ভীড় জমা হল
হলো তারা উত্তাল
তারা কাঁদল ওদের সবাই কাঁদল
আশফাকুল্লার ফাঁসি হল
ভারতের আকাশ হতে
আর একটা তারা খসে পড়ল
বুক চাপড়ে ভারতমাতা কাদল
কিন্তু আরও বিপ্লবী সৃষ্টি হল।