চারিপাশে বনভূমি
মধ‍্যিখানে গ্রাম;
বাঘের আনাগোনা সেথায়
অনিশ্চিত প্রাণের দাম।
যতীন ছোট এক গাঁয়ের ছেলে
মামার বাড়ি এসেছে,
বাঘ ঘুরছিল সেথায়
লোকেরা ভয় পেয়েছে।
আট-দশ জনের জটলা
দেখে বাঘ আক্রমণ করেছে1
সামনে ছিল ভাই যতীনের
তার ওপরে ঝাঁপিয়ে পড়েছে ;
তাই না দেখে যতীন তখন
বাঘের ওপর পড়েছে।
এক হাত তার বাঘের মুখে
অন্য হাতে লড়েছে ;
কুরকি দিয়ে বাঘের মাথায়
আঘাত করে বাঘকে মেরে ফেলেছে।
জয়ধ্বনি করল সবে
"বাঘা যতীন" বলল;
ডা:সর্বাধিকারী এই ঘটনা
কাগজে কাগজে ছাপিয়ে দিল।
তখনই যেন ভারতমাতা
নতুন নায়ক বাছল;
বাঘা যতীন ভবিষ্যতের
নায়ক হয়ে উঠল।
তখন থেকেই বাঘা যতীন
ইংরেজ বিদ্বেষের কথা ভাবত;
ঋষি অরবিন্দ তাকে নিয়ে
বিপ্লবের বাণী শোনাত।