"স্বাধীনতা যুদ্ধে
মৃত্যু বরণ করল যারা;
দৃঢ় মনোবল স্বার্থত‍্যাগের
গরিমায় অটল তারা।
তারাই ছিল ব্রিটিশরাজের হৃদ্কম্প
ভুলব না তাদের
ভুলবে না পৃথ্বী
মিথ্যে করে লোকে দম্ভ।"
রাসবিহারী ছিল নানা বেশধারি
কেউই বোঝে না তাকে,
ইংরেজ সেনা ধরতে পারে না
বিপ্লবীরাও বোঝে না তাকে।
শাসকদল করল ঘোষণা
বিপ্লবীদের করব না মার্জনা ;
রাসবিহারীকে ধরবে যে
মোটা পুরস্কার পাবে সে।
ইংরেজ সেনা গোয়েন্দা দল
ছুটল চারিদিকে লোভ ছিল অর্থবল;
আকাশ পাতাল খুঁজল
কোথাও পেল না ;
সাধুসন্ন‍্যাসী দেখতে পেলে
হাত দেখাতে ছাড়ে না।
একদিন এক সন্ন‍্যাসী
ব‍্যারেকের পাশ দিয়ে যাচ্ছিল
ডেকে বলে এক সৈন্য,"রাসবিহারীকে
সবে খুঁজছিল
বলতে পার রাসবিহারীকে কবে
দেখতে পাব কবে তারে ধরব?"
হাত দেখে বলল সাধু."দেখতে তুমি পাবে
তবে বলতে পারি না কবে তুমি ধরবে।"
পরে যখন শুনল ঐ সাধুই
রাসবিহারী ছিল,
দোষ দিল ভাগ‍্যের
সব কিছুই মন্দ ছিল।