দেরাদুনে এল রাসবিহারী
অতি দক্ষ কর্মচারী ;
অত্যন্ত ভদ্র বিনয়ী
ছিল উপরওয়ালা প্রেমী।
কেউ বুঝল না
কিছু জানল না
সে হলো বাঘা যতীনের সাথী।
যতীনের নির্দেশে
রাসবিহারীর সাথে;
এম.এন.রায় বিদেশে গেল
জার্মানি থেকে অস্ত্র সংগ্রহ করল।
যতীন আর রাসবিহারী
ভারতীয় সেনাদের বিদ্রোহের প্রেরণা দিল
দেশজুড়ে উত্থানের প্রস্তুতি নিল।
কিন্তু আর এক বিপ্লবী ছিল
কৃপাল সিং বিশ্বাস ভঙ্গ করল;
ইংরেজের সাথে মিলে মিশে
সব গোপন তথ্য বলে দিল।
তাই আকাশের ভালে সেদিন
অরুণোদয় হলো না ;
কালো মেঘে ঢাকল দশদিক
কিছু বোঝা গেল না।
বিশ্বাস ছিল জয়সূর্য আসবে
লাল রঙের রথে চড়ে ;
সে বিশ্বাস ভেঙে গেল
সাফল্যের ধ্বজা উড়ল না।