ইংরেজের চোখ খুলল
চারিদিকে ধরপাকড় শুরু হল;
ভারতীয় সৈন্যদের অস্ত্র নিয়ে নিল
কারও ফাঁসি হল কারও কারাদণ্ড হল।
রাসবিহারীকে কেউ ধরতে পারল না
গোয়েন্দারা ওকে চিনতেই পারল না।
রাসবিহারী দু/তিন মাস গা ঢাকা দিয়ে ছিল
তারপর বিদেশে যাবার পরিকল্পনা করল।
রবীন্দ্রনাথ ঠাকুরতখন জাপান সফরে গেল
তাঁর আত্মীয় পি.এন.ঠাকুরের নামে টিকিট কাটল;
খবর পেয়ে কমিশনার টেগার্ট জাহাজে
তল্লাশি করল
কিন্তু ছদ্মবেশী রাসবিহারী লুকিয়ে যেতে
সক্ষম হল।
মেঘনাদ যুদ্ধ করত মেঘের আড়ালে
শত্রু পক্ষ দেখতে পেত না
শত শত বীর আহত হত
মূর্খের দল বুঝতে পারত না।