বিদেশী শাসক নিদ্রা হারায়
স্বদেশী বিপ্লবের হামলায় ;
প্রাণ হল ওষ্ঠাগত
রাসবিহারী গেল কোথায়।
সে ত মেঘনাদ
মেঘের আড়ালে থাকে ;
ধরতে তারে পায়না কেউ
মিথ্যে বড়াই করে।
অন্য নামে জাপানের জাহাজে
রাসবিহারী পৌঁছল জাপানে।
জাপানের সম্ভ্রান্ত সোমা পরিবার
ওকে আশ্রয় দিল
বাড়ির পেছনে এক জীর্ণ স্টুডিওতে
রাসবিহারী থাকতে লাগল।
ওই পরিবারের বড় মেয়ে
তোশিকার ভালো লাগল ;
রাসবিহারীর আদর্শ আকৃষ্ট করল
একদিন রাসবিহারী ওর পরীক্ষা নিল
বলল,"যদি সত্যিই ভালোবাস
এই ছাদের ওপর থেকে লাফিয়ে মর।"
মৃত্যু নিশ্চিত তবুও তোশিকা লাফাতে গেল
রাসবিহারী তখন বুকে টেনে নিল।
এদিকে বিদেশী শাসকরা
ঘুরছে নিদ্রাহারা;
কোথায় গেল রাসবিহারী
হলো পাগল পারা।
বাইরে থাকলে বিপ্লব হবে
নিশ্চিত করবে দেশছাড়া ;
সে ত ইংরেজদের অরি
করবে তাদের ছন্নছাড়া।