আগেকার কাহিনী ----
তিন মাস জাহাজে জলে ভেসে
রাসবিহারী পৌঁছল কোবে বন্দরে ;
সে ছিল কপর্দকশূন‍্য বন্ধুহীন
কে তাকে সাহায্য করে।
তাই ট্রেনে চেপে গেল টোকিও শহরে
দেখা সান ইয়েৎ সেনের সঙ্গে।
বিপ্লবী কাজ হল শুরু
সম্ভ্রান্ত সোমা পরিবারের আশ্রয় পেল
রাসবিহারী বিপ্লবের কাজে এগিয়ে গেল।
"তুমি কি রাসবিহারীকে বিয়ে করবে?"
জাপানি বাবা মা"আইজি আর কোকো "
প্রশ্ন করল মেয়ে তোশিকোকে।
চমকে উঠল মেয়ে
রাসবিহারী? সে ত বিপ্লবী
নানান জায়গা ভ্রমণকারী ;
তবুও সুন্দর আদর্শনিষ্ঠ
স্বদেশের স্বাধীনতাকামী।
দ্বিধায় ছিল কুড়ি বছরের তোশিকো
সে ছিল রূপবতী গুণবতী যুবকদের মোহিনী।
তাই তিন সপ্তাহের সময় নিল;
রাসবিহারীর আদর্শ ওকে আকৃষ্ট করল।
কিন্তু রাসবিহারী বলল,"আমি বিপ্লবী
বিয়ের কথা কখনও ভাবিনি ;
বিপ্লব আমার ধ‍্যান বিপ্লবের কথাই ভেবেছি।"