যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
ওরে যুদ্ধ লেগেছে
ধড়াধড় শবের নেশায়
মিসাইল আগুন জ্বেলেছে।
সামনে শব পেছনে শব
শব চতুর্দিকে;
ঝড়ের মতো পড়ছে শব
বোমার আগুনের সাথে।
যমরাজের লাগছে ভালো
তাই ভয়াল রূপ ধরেছে;
নন্দী ভৃঙ্গীকে ভেকে এনে
ভূত পিশাচও সঙ্গে এসেছে।
মানুষের হাহাকারে জগত ছেয়েছে
ক্রন্দন রোল ঘরে ঘরে ছেয়ে গিয়েছে ;
তবু নরপিশাচ হাসে অট্টহাস
যেন বিজয় তার মুঠোয় ত্রসেছে।
ওরে না না বিজয় আসে না
এসব যুদ্ধে সহজে ;
অন‍্য দেশও তখন গর্জাতে লেগেছে।
এবার কি তবে লাগল বিশ্বযুদ্ধ
অহমিকার ছলে।
কেউ হারে না কেউ জেতে না
বিশ্বের মানুষ মরে।;



শ্ন