তোমরা আমায় ভুল বোঝো না
জীবনটা অনেক বড়ো ;
প্রণয়ের সেথা নেই কোন স্থান
কেন মিথ্যায় হৃদয় ভরো।
জীবন চলেছে নদীর মতন
বোধ হয় খরস্রোতা আর নেই ;
মোহনায় যখন পৌঁছে যাবে
তীব্র গতি আর নেই।
তবুও আছি ভালোবাসি জীবনটাকে
নদীর তরঙ্গে ঢেউ আর নেই ;
আমি কবি সুন্দরের
অসুন্দরের শেষ নেই।
ভোরের রবির সোনার আলোয়
যখন চারিদিক ভরে যায় ;
পাখির গুঞ্জনে আকাশ ভরে যায়
জীবন নদী শান্ত হয়ে মুদু তরঙ্গে বয়
সুন্দরের ভাবনায় আমি পাগল হয়ে যাই।
হৃদয় মন তখন নাচে আনন্দে
জরা বার্ধক‍্য ভুলে যাই।
জরা বার্ধক‍্য কাকে বলে কিছু বুঝি না
লোকে বলে শুনি তাই দিন গুণে যাই
কখন বৃদ্ধ হতে পারি
তার সময় ত আর নাই।