যখন ব‍্যর্থ হবে মনের আশা
কল্পণাও হেরে যাবে ;
তখন নতুন আশায় বাঁধবে বুক
নতুন প্রেরণা আসবে।
ব‍্যর্থ হয়ে লজ্জা পেয়ে
ঘরের কোনে ঢুকবে না ;
বারে বারে চেষ্টা করে
সফল হতে ভুলবে না।
উদ‍্যমীরা শিখরে যেতে
বারে বারে চেষ্টা করে ;
সফল হলে এগিয়ে যেতে
নতুন উদ‍্যমের আশায় থাকে।
ঝেড়ে ফেলে ব‍্যর্থতার বেদনা
আশায় ভরো নতুন চেতনা ;
আত্মনিবেশ করলে পরে
সফল হবে কেউ রুকবে না।