ব‍্যর্থতার আঁধার যবে ছেয়ে আসে
আশার আলো পাই না ;
হে দয়াময় কর আশীর্বাদ
ভয় যেন আমি পাই না।
কান্তার মরু পার হয়ে যাই
তুমি থাক মোর সাথে;
দিকভ্রম হয় মরীচিকা সম
ভুলের দর্শনেতে।
গহন অরণ‍্য তিমির আঁধার
ব‍্যর্থতার নিরাশা;
দূর করে দাও গো পিতা
জ্বালাও অগ্নি শিখা।
শোনাও তোমার অভয়বাণী
জীবন পথের যাত্রী
দুঃখ নিরাশা পার করে দাও
আমি এক অভিযাত্রী।
ব‍্যর্থ যদি হই গো প্রভু
যেন চেষ্টার ত্রুটি হয় না
চেষ্টা করলেই সফল হবে
অসফল কভু হবে না।