ও রে ও পাগলা ভোলা
করিস কেন ছেলেখালা;
পাথর খুঁজে করলি মেলা
সোনায় করলি অবহেলা।
খুঁজে বেড়াস ঝোপে ঝাড়ে
পাহাড় পর্বত নদীর ধারে;
খোঁজা এখনও শেষ হল না যে
রইলি পড়ে পথের ধারে।
কি চাস কি খুঁজে বেড়াস
কিসের তরে করিস রে আশ;
ত্রিভুবন ঘুরে ঘুরে
মেটে না তোর অভিলাষ।
পাগলা ভোলা বলল তখন,
"খুঁজে বেড়াই পরশ রতন
সে যে সাত রাজার একমাএ ধন,
তারে যদি পায় আমার মন
কাঙালপনা ছাড়ব তখন।"
চলল সে ত বাক‍্যহারা
দিনে রাতে চলে ত্বরা
পরশপাথর খুঁজে সারা।
সে যে নাগমণির মাথায় ধরা
কোথায় পাবি বিষহরা ;
অধরায় যায় না ধরা
এসব ভাবনা পাগলপারা।
পাগল বলে," তবুও খুঁজে যাব আমি
যা করবে জানবে হৃদয় স্বামী ;
চলাই ত জীবন আমার
বাকি যত সবই অসার
চলতে হবে দিবসযামি
শুধু এই জেনেছি সার।"