জানিনা কত দিন
রবে এই জীবনের আশা
জীবন চলে নিজের পথে
দূর হবে নিরাশা।
সময়ের সঙ্গে চলতে চলতে
জীবন যদি ফেল হয়ে যায় ;
কেউ জানে না কি হবে পরিণাম
এই চলার রাস্তায়।
সবই অনিশ্চিত সবই অজানা
তবুও ত চলতে হবে ;
চরৈবেতি মন্ত্রবলে
নির্দেশ আছে ভগবানের।
সে ভাষা কেউ জানে না।
এ পথে ঝড় আছে ঝঞ্ঝা আছে
চলতে হবে এসবের সঙ্গে ;
ভুল হলে চলবে না
ভুল পথে চলবে না ;
জীবনের সাথী ধর্ম
একথা কখনও ভুলবে  না।