ওগো চাঁদ তুমি জগতে
রূপালী আলো ছড়িয়ে দাও
তুমি ত ছোট্ট অতি
পৃথিবীর কপালে সিন্দুর ভাতি
তবু আলো তুমি বিশ্বে ছড়াও।
এ কেমন তোমার রীতি
ভগবানের এমনি নীতি
ছোট্ট তুমি এতো আলো
এল কোথা হতে
বিশ্বে মানুষ মাতোয়ারা
তোমার আলোয় স্নান করে।
চাঁদ দেখেছি তোমায় মোহিনি রূপে
মুগ্ধ আমি মুগ্ধ ত্রিভুবন
তোমার রূপের মাধুরিতে।
চাঁদ এসো না একবার এই ধরণীতে
রাখব তোমায় ঘিরে বৃত্তাকারে
দেখব ছুঁয়ে এত আলো এল
কোথা হতে।