পারলাম না পারলাম না রে
এখনো পারলাম না,
পারলাম না চাঁদকে ছুতে
বিশ্বে প্রথম হতে
আরও একদিন পরে
আমাদের চন্দ্রযান চাঁদকে ছোবে।
সেখানে নতুন আকাশ হবে
জলবায়ু খুঁজবে
হয়ত নতুন বসতি গড়বে ;
আমি চন্দ্র ভ্রমণে যাব
দু/তিন দিন ওখানে থেকে
পৃথিবীতে ফিরে আসব।
হয়ত তখন নতুন স্বাস্থ্য পাব
চাঁদের আলো জলবায়ু
আমি ভালোবাসব।
চাঁদের মা বুড়ি আমাকে
রান্না করে খাওয়াবে
তারপর ক‍্যামেরা নিয়ে বেরব
গাছ পাথরের ছবি তুলব।
"ইসরো"সেগুলো নেবে
নতুন পরীক্ষা করবে।
এখনো সে সময় হয়নি
আমাদের যান চাঁদের মাটি ছোয়নি।
কাল ত নিশ্চয় পৌঁছে যাবে
কাল নতুন বার্তা আসবে।