লাগ লাগ লাগ লাগ
ভেল্কির খেলা,
চাঁদে যাবার রাস্তা
হলো এই বেলা
চন্দা মামা দূর নেহি
টুর করতে যাব আমি।
সোঁ সোঁ সোঁ সোঁ
বিরাট আওয়াজ হল;
ভারতের চন্দ্রযান
চাঁদের মাটিতে নামল।
চাঁদ কত হাসল
বিশ্বের মানুষ জয় গাইল।
আমরা ধিতাং ধিতাং বোলে
জয়ধ্বনি তুলে দুহাত বাড়িয়ে
ভগবানকে শ্রদ্ধা নিবেদন করলাম
জগতের প্রথম যান
চাঁদের অন্ধকার মেরুতে
যেন এলো তুফান।
অন্ধকার মেরুতে
চাঁদের মাটিতে পৌঁছল যান।
ওরে তোরা সব উলুধ্বনি কর
শঙ্খ বাজিয়ে নেচে নেচে
জ্বালা আলো প্রতি ঘর।