মায়ের নামে জয়ধ্বনি কর
বিপ্লবী তোরা এগিয়ে চল
বিদেশীরাজ শাসন করে
অন‍্যায়ের বাড়াবাড়ি করে
কতকাল আর সইব বল
ওদের অত‍্যাচার আর কপট ছল
টুটবে মায়ের এই শৃঙ্খল।
তাই জীবন কর পণ
মৃত্যুকে পদদলিত করে
বিদেশীরাজ হতে নিস্তার পেতে
কর যুদ্ধ আমরণ
দেশকে স্বাধীন করতে হবে
একবারই ত মরতে হবে
তাই লক্ষ্য স্থির রাখতে হবে
এটাই মোদের ধনুক ভাঙা পণ
ভয় করি না মোরা কভু আসুক শমন।
বাপুজী আন্দোলন বন্ধ করে দিল
তখন আন্দোলনকারীদের
রক্ত টগবগ করে ফুটছিল
তাই চন্দ্রশেখর সহিংস আন্দোলনের
দিকে ঝুঁকল।
ও ত হিন্দুস্তান রিপাবলিকান অ‍্যাসোসিয়নের
রামপ্রসাদ প্রসাদ বিসমিলের সঙ্গী হল।
কিন্তু খরচ চালান হয়ে উঠল দুষ্কর
তাই সরকারি সম্পত্তি লুট করতে থাকল।