তোরা জয়ধ্বনি কর
মাতৃমন্ত্রে দীক্ষিত হয়ে
বিপ্লবের ধ্বজা ধর।
অসাধ‍্য যা তাই সাধতে হবে
ইতিহাসে নাম লেখা থাকবে
শমনে পরোয়া না করে
মাতৃমন্ত্র জপ কর
বিদেশীরাজ ধ্বংস কর।
আজ ওরা
অত‍্যাচার করবে
কাল কাঁদতে কাঁদতে যাবে।
সকল দানেরই আছে প্রতিদান
মরেনি ধর্ম আছে ভগবান
যখন মৃত্যু আসবে দেবে বলিদান।
বড় কাজ করতে গেলে
বড় অর্থের প্রয়োজন হয়
তাই আট আগষ্ট উনিশ শ পঁচিশ
সালে বিপ্লবীদের বৈঠক হয়।
শাহজাহানপুরে বৈঠকে স্থির হয়
ট্রেন লুট করলে ভালো অর্থ হয়।
কাকোরি উপযুক্ত স্থান মনে হল
তাই পরদিন ট্রেন লুট হল
অদম্য সাহসের পরিচয় দিল।