আমার আরও চাই আরও চাই
চাওয়ার অন্ত নাই ;
জীবন খাতার প্রতি পাতায়
হিসাব লেখা চাই।
কি পেয়েছি আর কি পাইনি
মেলে না খাতায় ;
তবুও পাওনা গণ্ডা খুঁজে ফিরি
খোঁজা বিষম দায়।
অসন্তোষের বাঁধ ভেঙ্গে যায়
করি কি উপায়;
না-পাওয়ার করাল ছায়া
সন্তোষে ভুলায়।
সন্তোষ নিয়ে রইলে ঘরে
কোনো কর্ম ত হয় না ;
তাই মিথ‍্যে হবে হিসাব নিকাশ
চলার শেষ হবে না।
সন্তোষ টাকে খুঁজতে গেলে
জীবন চলে না ;
কি চাই আমি কতটা চাই
কিছু বুঝতে পারি না ;
চাওয়ার গতি থামে না তাই
হিসাব মেলে না।