মানুষের মাঝে মানুষ চিনেছি
এ চেনা কি বাস্তব সত্য?
সব ফুলে ত গন্ধ থাকে
শুধু গন্ধ দিয়ে চেনা শক্ত।
রূপ রস গন্ধ দিয়ে
ফুল চেনা যায়
মানুষ চিনব কি করে ;
আকারে সবাই মনুষ‍‍্য হয়
অমানুষ হয় অন্তরে।
কুমীরকে কত নিরীহ লাগে
সে ত শিকার ধরার ফন্দি ;
মানুষের মতো চতুর ওরা
পণ্য ধরার ছল করি।
মানুষের চালে মানুষ ধরা পড়ে
1!অতি বুদ্ধির গলায় দড়ি
অন‍্যের লোকসান করলে পরে
হতেই হবে নিজের ক্ষতি।
ভগবানের এই নিয়ম মানতে হবে
এগুলো তাঁর শ্বাশত বাণী।