ছবি,তুমি কি পুরানো দিনের মৃত
মানুষের কলরব?
তুমি কি অচিনপুরের সুন্দর ফুলের
নাজানা সৌরভ?
জীবনের শেষে ছবির বেশে রয়েছ
দাঁড়ায়ে চিরকাল ;
মনে হয় আছ তুমি আছ ফুরাবে না
কভু আমাদের মায়াজাল।
যবে স্বপনের দেশে করি প্রবেশ
তোমারে দেখিতে পাই;
কত কথা বলি দুঃখ সুখের
বাস্তবে তুমি নাই।
কত দুখ বহন করে মোর মন
বিস্ময়ে পরিতাপে;
তুমি ছবি শুধু হাসিয়া তাকাও
যেন নির্ভয় কর মোরে।
বাস্তবে যখন ছিলাম মোরা
তোমার সনে;
ছিল সুখ আনন্দের বান আসত
মোদের মনে।