ছোট্ট প্রীতিলতা তার ছোট্ট ভাবনা দিয়ে
মনে মনে বিপ্লবীদের ছবি আঁকত
ওদের স্বদেশ ওদের আত্মত্যাগ
ছোট্ট প্রীতি কে আকৃষ্ট করল
কিন্তু সূর্য সেন মেয়েদের কোনো
শক্ত কাজের অযোগ্য মনে করত
তাই প্রীতি নিজকে আরও শক্ত
করে তৈরী করতে লাগল।
স্কুলের সব পরীক্ষায় প্রথম হয়ে
বেথুন কলেজে ভর্তি ভর্ত
নতুন জগতে এসে
দেশকে নতুন করে ভালোবেসে
ভাবনা ফুলে ফেঁপে উঠল।
তখন অন্য বিপ্লবীদের সাহায্যে
সূর্য সেনের মন ভিজল
প্রীতি আর কল্পনা বিপ্লবীদলে
যোগ দিল।
মন যেন সপ্তরঙে রাঙাল
অত‍্যাচারী ইংরাজের ধ্বংসের
বীজ বুনল।