বাইব আমার ছোট্ট তরী ভাবের দুনিয়ায়
তোমরা তখন ডেকো না গো যাব অজানায়।
দেশ দেশান্তরে যাব আমি
ছোট্ট তরীটি নিয়ে ;
দেখব কত কলাকৃতি
পুরাণ পুঁথি পড়ে।
তীর্থে তীর্থে যাব আমি
চিনব দেশটাকে ;
অনেক রকম মানুষ থাকে
বিভিন্ন ভাষা  বলে।
ভগবান ত একই হয়
বিশ্বপিতা তিনি ;
বিভিন্ন ধর্মের ভাষায় ডাকে
তিনি সকল জ্ঞানের গুণী।
আমার ছোট্ট তরী উঠবে ভরে
অমূল্য রতনে;
পরশপাথর হয়ত পাব
জ্ঞানের সন্ধানে।
থামবে না ত ছোট্ট তরী
দুল্কি চালে চলবে ;
ডেকো না গো আমায় তোমরা
জ্ঞানের জ‍্যোতি জ্বলবে।
যখন আসবে ঝড় উথল নদী
পাড় ভেঙ্গে পড়বে ;
মেঘের কোলে গর্জাবে বাজ
বিদ‍্যুৎ চমকাবে।
তখন আমার ছোট্ট তরী
ঢেউয়ের মাথায় নাচবে ;
চলবে ছুটে শীঘ্রগতি জ্ঞান
আহরণ করবে।
চলতে চলতে হয়ত যখন
সমুদ্রে গিয়ে পড়ব
জ্ঞানের ভান্ডার যাবে খুলে
পাতাল লোক চিনব।