ভালোবাসা বলে, থাকি চিরকাল
ক্ষণিকের মিলন নই;
এ ত ধর্মের মিলন কৃষ্টির মিলন
কোনো অনাচার নাই।
ভালো লাগা?সে ত দৃষ্টির মিলন
ক্ষণিকের; ভালোবাসা নয়।
দুঃখ বলে চিরকাল আছি
কোনো অবসর নাই ;
সুখ বলে যাবই যাব
চিরদিনের আমি নই।
অভাব বলে থাকি জীবন জুড়ে
তাই ত মানুষ কর্ম করে,
অভাবের পূর্তি কভু হয়নি।
ধর্ম বলে আদর্শপথের পথিক আমি
শোনাই শান্তির বাণী ;
কর্ম বলে জীবন যুদ্ধে জয়ী হবার
আমিই আশার বাতি।
আশা আমাদের চিরসাথী
মরীচিকা কভু নয়
শিখরে ওঠার স্বপ্ন দেখায়
জীবনে আনে জয়।