ক্ষুধার চিতা জ্বলে সদাই বিশ্বজুড়ে ;
কর্মকাণ্ড চলে দিনরাত তারই বলে;
জীবনিশক্তি পেতে হবে তাই অন্নের
জন্য লড়ে;
বিধির বিধান এইমত হয় দুর্বলেরা
মরে।
মানুষে মানুষে যত হানাহানি নির্মম
অভিযান ;
সবার মূলেতে ক্ষুধা আছে জেনো
চিতাবহ্নিমান।
দেশে দেশে তাই নাই সদ্ভাব
কাড়াকাড়ি পড়ে যায় ;
যুদ্ধ আর মারামারি করে কিছুতেই
নাহি কুলায়।
বিশ্ব জুড়ে ক্ষুধার চিতা জ্বলে নাহিক
তার অন্ত ;
সকলেই চায় আরও ভুরি ভুরি
চাওয়া যেন অনন্ত।