এসো না একটু গল্প করি
দেখো না আকাশ যেন আলোর ছবি;
পশ্চিমা আকাশ যেন রঙিন হাসে
বাতাস কি জানি কি বলে মৃদু হেসে।
দূরে কোথায় যেন মাদল বাজে;
ঝুমুরের তালে তালে অপূর্ব ছন্দে।
পৃথিবী মেতে উঠবে মাতাল আনন্দে
গানের সে তান যেন স্বর্গমুখী হবে।
এসো না আমরা একটু গল্প করি
নদীর ঘাটের ঐ সুন্দর ছবি;
মনমাতানো নদীর জলে রবি শশী।
হয়ত তখন বৃষ্টি আসবে
আকাশ মেঘে মেঘে ছেয়ে যাবে;
মোরা আশ্রয়ের জন্য দৌড়াব
যেতে যেতেই বৃষ্টিতে মোরা ভিজব।