ডাক দিয়ে যাই;
মনুষ্যত্বের হচ্ছে শোষণ
তাই মানুষে ডেকে জাগাই।
জাগ রে জাগ রে জাগ
মানবাত্মার আহ্বানে ;
জাগ রে সবাই বজ্র নিয়ে
অত‍্যাচারীর সন্ধানে।
জীবন হলো আতঙ্কিত
বন্দীশালায় শৃঙ্খলিত;
তাই ওদের দুয়ার ভেঙে
আয় রে স্বাধীন হবার স্বপ্ন নিয়ে।
এস কবিকুল লেখনী নিয়ে ;
এস সাধুজন পথ চিনিয়ে;
আসবে কৃষক কাস্তে হাতে,
আসুক ছাত্রেরা পূর্ণ শক্তি নিয়ে ;
জাগবে সবাই একের মন্ত্রে
অত‍্যাচারী লজ্জা পাবে।
ছেড়ে দে রে রেশারেশি
আয় রে সবে ভালোবাসি;
উঁচ নীচ জাত অজাত কুজাত
করব সবে মেশামেশি।
ধর্মভেদ মানব না ;
লোকের কথায় ভুলব না
মিথ্যে হানাহানি করে
শক্তিক্ষয় করব না।
ছেড়ে দিয়ে মানের বড়াই,
একসাথে মোরা কাজ করে যাই;
তখন স্বর্গ আসবে মর্তে নেমে,
সুখের পরশ পাই।
মনুষ্যত্ব জাগবে তবে ;
অত‍্যাচারীর দিন ফুরোবে
দুঃখের দিন আর থাকবে না ;
মিলব মোরা ভ্রাতৃভাবে
কাউকে ছোট ভাবব না।