তোমায় আমি ডাকব কেন
তুমি কেন ডাকবে না ;
হতে পারে তুমি সর্বশক্তিমান
অহংকার কর না।
তোমার জন্য আনব আমি
ধূপ দীপ পুষ্প মিষ্টি
আর তুমি কি কিছু দেবে
নাকি শুধু লুকিয়ে থাকবে?
এ কেমন অনাসৃষ্টি।
সবাই তোমায় আদর করে
তুমি কি বোঝ না?
তুমি ত নাও না আদর
কাউকে দেখা দাও না।
লুকিয়ে থেকে করছটা কি
আমায় বল না।
যদি কিছু চাই তোমার কাছে
তুমি ত দেবেনা ;
আমিও তবে হব ছন্নছাড়া
কিছুই চাইব না।
কত লোককে তুমি মোক্ষ দিয়েছ
আমায় কেন দেবে না;
তাহলে আমিও লুকিয়ে যাব
তোমার মত
কেউ দেখতে পাবে না।
আমার স্বজন পরিজন
খুঁজবে তখন ;
তোমার কাছে করবে প্রার্থনা
আবার হয়ত ফিরে আসব
মোক্ষ পাব না।
আবার আমি খুঁজতে থাকব
এমনি তোমার জাল বোনা।
এমনি করেই খুঁজব কত
খুঁজব তোমায় জনম জনম,
জানিনা কখন যোগ্য হব
পাব তোমার দরশন।