কে তুমি ডাকছ মোরে
কোথায় লুকিয়ে থাক;
ফিরে ফিরে চাই কতবার
আমাকে সাড়া দাও না ত!
তুমি কি আমার ছোট্টবেলার
সেই সাথীটা যারে ভালোবাসতাম;
পুকুর জলে সাঁতার কেটে
লুকোচুরি খেলতাম।
ডুব সাঁতারেএপার ওপার করে
চিৎসাঁতারে গা ভাসাতাম;
জগদীশ সিংএর আমবাগানে
বেড়া ভেঙ্গে আম কুড়োতাম।
ক্রিকেট খেলায় হারলে পরে
কত ঝগড়া করতাম;
সেই তুমি কোথায় চলে গেলে
তোমায় খুঁজে বেড়াতাম।
তারপর সব ভুলে গেলাম
তুমিও আমায় ভুললে
আর সবাইকে জানতাম
শুধু তুমি ছিলে না সেখানে।
আজ হঠাৎ তোমার খবর পেলাম
মনটা কেঁদে উঠল;
আকাশে তারাগুলো যেন
তোমার কথা বলল।
মনে হলো তুমি ডাকছ মোরে
বার বার ফিরে চাই ;
তোমার চাওয়া পড়ছে মনে
কেঁদে বুক ভাসাই।