কে তুমি লুকিয়ে থাক আমারে ডাক
ওপার হতে ;
না না না চাই না যেতে অমর্তধামে
তোমার রথে।
এখানে সকাল হয় সোনার আলোয়
রবি আসে হেসে ;
পাখিরা গায় আনন্দ গান
সুমধুর কলরবে।
ফুলের গন্ধে বুক ভরে যায়
ভ্রমর ছুটে আসে ;
রঙ বেরঙের প্রজাপতি
ফুলে ফুলে নাচে।
তাই ত এতো ভালো লাগে
ডেকোআমায় ওপার হতে।
যখন গোধূলি বেলায় পশ্চিম
আকাশ সোনার আলো ছড়ায় ;
যখন সান্ধ্য প্রদীপ জ্বলে আর
আকাশ রঙ বদলায়;
যখন লক্ষ তারা ঝালর দোলায়
আর চাঁদের হাসি ছড়ায় ;
তখন বড়ো ভালো লাগে
আর হৃদয় ভরে যায়।
ডেকো না গো আমায় তুমি
ওপার হতে ;
জীবনে আনন্দ ধারা পাব জানি
এই ধরণীতে।