ডাক এসেছে দেশমাতৃকার
ভাঙতে হবে সীমার বাঁধন;োুুুু
নতুন জ্ঞানের আলো জ্বেলে
পাব এমন রত্নধন।ু
বিজ্ঞানের রথে চড়ে
যাব গ্রহ হতে গ্রহান্তরে;
মায়ের আশীষ লয়ে মাথে
চন্দ্র বিজয় করব;
অনেক দিনের হীনতার গ্লানি
ধুয়ে মুছে ফেলব।
খুঁজব জীবন অন্য গ্রহে
জল বাতাস খুঁজব সাথে
নতুন বসতি গড়ে সেথায়
মায়ের পূজা করব।
নতুন যুগের ডাক এসেছে
নতুন মন্ত্রে দীক্ষা নে রে;
দেশজননীর চরণধূলো মাথায় নিয়ে
এগিয়ে যেতে হবে প্রবল টানে।
অসাধ‍্য যা তাই সাধতে হবে
জগত সভায় শ্রেষ্ঠ হবে
জ্ঞান বিজ্ঞানের সাধনা করে
বিশ্ববিজয় করতে হবে।
এখন সীমার বাঁধন ভেঙে ফেলে
অসীমেরে খুঁজতে হবে ;
তাই আয় রে আয় মায়ের ডাকে
বিশ্বসেরা হতে হবে।