ধর্ম ধর্ম করিস তোরা
ধর্ম কি এক ভাবনা ;
সময়ের সাথে চলতে হবে
নইলে কেউ মানবে না।
অর্ধামিকের জয় হয় আজ
ধার্মিক বোঝা টানে ;
দুঃখের দিন ফুরায় না তার
দানব অস্ত্র হানে।
লুটেরা লুট করছে সবে
ধর্ম নয়ক সাথী ;
সবল এখন বানায় কানুন
গরীবে শোষণ করি।
ধর্ম তখন দাঁড়িয়ে থাকে
করে না কোন গতি।
যে পিতা পুত্রের মিটাইতে ক্ষুধা
করিল তস্করি;
চাওয়া তাহার অতি ক্ষুদ্র
শাস্তির বাড়াবাড়ি।
বাহুবলী যারা করে অন‍্যায়
হয়ে গেল ক্রোড়পতি;
আইন কানুন তাহাদের হয়
প্রশাসন মূঢমতি।
হে ধর্মরাজ কর গো বিচার
নাশ কর অন‍্যায়;
সুবিচার কর দাও বরাভয়
মানবের হোক জয়।
কে হিন্দু কে মুসলমান
তার কর না বিচার ;
সবার ওপরে মানবধর্ম
কর না কোন অনাচার।