দিকবলয়ের ওপারে যে দেশ
গজব সেথায় কাণ্ড ;
মানুষের নাক বেজায় বড়
কানগুলি অতি ক্ষুদ্র।
গাধা যায় রাজসভায়
উচ্চমানের গান গায়।
রাজামশায় বেজায় খুশী
শুনে তার সঙ্গীত ;
দেশবিদেশ জয় করে
উপাধি পেয়েছে পণ্ডিত।
সৈন্যদের চালনা করে
সে ত  অশ্ব মহীপতি
গৃহমন্ত্রী শকুনি যেন
আইন কানুনের পতি।
মানুষেরা সেথায় বুদ্ধিহীন জীব
অন্যেরা আধিপত্য করে
বিদ্রোহের কথা বলল ওরা
রাজা নাকি পাল্টে যাবে।
সেই ঝঞ্ঝাটে পালিয়ে এলাম
ওদের দেশ ছেড়ে ;
এখানে আছি ভালো আছি
গজব গুজব ছেড়ে