আকাশ মাটি যেথায় মেশে
ভালোবাসা জানায়;
সেইখানে ওই সুদূর প্রান্তে
মন যেতে চায়।
সেথায় শুনি সোনার হরিণ
বনে বনে ঘোরে;
সোনার বলে খেলে তারা
প্রদীপের মতো জ্বলে।
আকাশ ভরা লক্ষ তারা
জোনাকির মতো জ্বলে
রাত্রিবেলায় আকাশ মাটি
কোথায় গিয়ে মেশে।
যাব আমি যাবই সেথায়
নতুন কিছু পাব;
ওপার হতে আসবে পরী
ফুলের মধু খাব।
রাত্রি শেষে আসবে আলো
সোনার পোশাক পরে
সেই আলোতে আকাশ মাটি
আসবে আবার ফিরে।