যখন দিন ফুরাল
সন্ধ‍্যা হল
পার কর গো আমায়
আমার এ কুল ও কুল
দু কুল গেল
করি কি উপায়।
বসে আছি তোমার আশায়
এপার ওপার বলে
নাই কিছু নাই ;
তবে কি যে করি
কারে যে বলি
কোনো উপায় নাই।
যারা মোর সঙ্গী ছিল
জানিনা তারা কোথায় গেল
এখন খুঁজি সবে
পাই না তাদেরকে
হলো বিষম দায়;
এখন দিন ফুরাল
সন্ধ‍্যা হল
কোথায় আমি যাই।
সন্ধ‍্যার পরে রাত আসবে
বন‍্য জন্তু ছিঁড়ে খাবে
ছিঁড়ুক ওরা খাক না তারা
প্রভু তোমার আশ্রয় চাই।
তোমার আশ্রয় পেলে
আমি বৈতরণী তরে যাই।;