চেনাই নদীর ধারেতে
পাহাড়তলীতে
বাজল মাদল ঝুমুর সাথে
দিপির দিপাং।
বোঙ্গা প্রভু খুশী হল
সুখের হাওয়ায় সবে মাতল
ঘরে ঘরে ভরল ফসল
দিপির দিপাং।
মাড়ি খেয়ে মাতাল হয়ে
সাঁওতাল বন্ধু নাচল;
রমণীরা কোমর দুলিয়ে
ভালোবাসার গান গাইল
দিপির দিপাং।
বাঁশের খুঁটিতে চেপে ওরা
বোঙ্গার জয়গান গাইল;
জীবন আনন্দে ভরলতখন আনন্দে বান ডাকল
দিপির দিপাং।
বাজল মাদল দিপির দিপাং
দিপির দিপাং দিপির দিপাং তাং;
বাঁশি বাজে তুতুর তুয়া তুতুর তুয়া
তুতুর তুয়া তান।