নীলাভ আকাশে
রাতের পর্দা সরিয়ে ;
রাঙা পথ কাঁপিয়ে দিয়ে
রঙের ঝুরি নিয়ে
সূর্য এল রঙের দিনে।
আকাশে বাতাসে লাগল কাঁপন
রঙে রঙে ভরল ভুবন।
আনন্দের মন্দিরে
এস সবে দোলের উৎসবে;
পুকুরের জল রাঙিয়ে দিয়ে
বসন্ত বায়ুর মৃদু আগমনে।
খুশি! খুশি! খুশির দিন এল
মনের ময়লা মুছে গেল
জীবনের সব কটুতা সাঙ্গ হল।