যদি দুঃখ তাপে হৃদয় ভেঙে যায়
যদি বঞ্চনাতে সাহারা নাহি পাই;
কেঁদে কেঁদে বলব তোমায়
আর যেন কেউ টের নাহি পায়।
সূর্য উঠবে আকাশ ভেদে
সান্ধ‍্যতারা উঠবে হেসে
শুধু কাঁদব আমি তোমার পাশে
জানবে না কেউ পৃথিবীতে।
রইব আমি স্মিত হেসে
বলব কথা ভালোবেসে
ক্ষতির কথা বলে আমি
নিজে ছোট হব না।
জীবন মরুর এই মরূদ‍্যানে
আসবে বাধা ক্ষণে ক্ষণে
তাবলে হাল ছেড়ে দিয়ে
দুঃখ বিলাপ করব না।
হয়ত কাটবে জীবন আশায় আশায়
দুঃখের দিন যদি কেটে যায়
তাবলে পড়শিদের গলা ধরে
কান্না কাটি করব না।