দুঃখ, কে তুমি,
তুমি ত এক ভাবনা,
মনটা যখন জটিল হয়
তখনই হয় তোমার স্থাপনা।
দুঃখ অচল এমন ত কিছু নয়
মনটাকে সরিয়ে নিলেই
দুঃখ চলে যায়।।
দুঃখটাকে গভীর ভাবাই
দুঃখের বিষয় ;
এই বিশাল পৃথিবীতে
সব কিছুরই ব‍্যতিক্রম থাকে
সুখের রাস্তা বেছে নিতে হয়।
সুখ দুখ দুইই মনের কাছাকাছি থাকে
একটা না পেলে অন্যটা বাছতে হবে।
দুখ দেখায় সুখের রাস্তা
যে মহান হতে চায় ;
দুঃখের সাথে বারবার লড়ে
রাস্তা খুঁজে পায়।
দুঃখ তুমি অতীব মহান
মহান হবার রাস্তা দেখাও
দুঃখ পেয়ে শোকার্ত হয়ে
সুখের রাস্তা খুঁজে পাও।