জাগো মা দূর্গতিনাশিনী
ব‍িদ‍্যুৎ বরণী জগদ্ধাত্রী;
এসো মা দূর্গা দশ হস্তে অস্ত্র লয়ে
অসুরবধের মহাপণ করে সিংহ বাহিনী
জননী মোদের এসো দর্পভরে।
দেবতাদের পরাজয়ের প্রতিশোধ নিতে
আসুরিক শক্তির নাশ করিবারে
অবতীর্ণ হও আজি এই ধরাধামে।
দশ দিনের প্রবল সংগ্রামে
হাজার দস্যু সংহার করে
পরাজিত করলে মা মহিষাসুরে।
সবে জয়ধ্বনি করল
মানবকুল আনন্দে ভাসল।
তাই দেবতারা জয়গান গাইল
সকলে পুষ্পবৃষ্টি করল
ধরায় আনন্দের জোয়ার এল।