দুখের স্বপন দেখব না তো
প্রগতির চিন্তা করব;
দুঃখগাথার নাই পারাপার
মিথ্যেই সে সব নিয়ে ভাবব।
সামনে উজ্জল দিন
ডাকে স্বপ্ন রঙিন
দু হাত বাড়ায়ে এগিয়ে যাব।
মিথ্যে বাধা ভেবে
দ্বিধা সংকোচ করে
চলার শক্তি হারিয়ে ফেলব।
ডাক এসেছে অনেক দূরে
এগিয়ে যাবার ;
চলার কষ্ট সহ‍্য করে
বিশিষ্ট হবার
তাই দুঃখ বিষাদ দূরে রেখে
দিন এল সামনে চলার।
পথে হয়ত আসবে তুফান
ঢেউ উঠবে পাহাড় প্রমাণ
ঝড় ঝঞ্ঝায় কাতর প্রাণ
তবু এগিয়ে চলার স্বপ্ন দেখব।