ডাক এসেছে দেশের মায়ের
এবার অস্ত্র ধর;
দুশ বছরের শৃঙ্খলের ব‍্যথা
ভোলায় আত্মপর।
মিলেছি একের মন্ত্রে
নেতাজী বাপুর আহ্বানে
এখন জয়মা ঝাঁপিয়ে পড়ি
দেশমাতৃকার প্রবল টানে।
নির্মম বিদেশীর অত‍্যাচারে
মা যে মোদের কেঁদে ওঠে ;
তাই বিদ্রোহের ধ্বজা তুলে
চলি মৃত্যুরে পদে দলে।
দুঃখ যা তা সইতে হবে
মহারণে যেতে হবে ;
লক্ষ প্রাণের বলিদানে
স্বাধীনতা ফিরে আসবে।
ভারত আবার মহান হবে
বিশ্বসভায় শ্রেষ্ঠ হবে ;
তাই মাভৈঃ বলে এগিয়ে যারে
আমার দেশের পতাকা নিয়ে।
--