যেতে যেতে একলা পথে
কে ডাকে আমায়,
চেয়ে দেখি অবাক হয়ে
নাই কেউ নাই।
বুঝলাম মনের ভ্রম
তাই আবার চলি পথে ;
শুনসান এলাকায়
গ্রামের পথে।
হঠাত বজ্রকণ্ঠ ভেসে এল
"কে তুমি?"
অবাক হলাম
চারিদিকে তাকালাম ;
কিন্তু কেউ ছিল না
মনটা শিহরিত হল
যেন কিছুটা বিচলিত হল
টর্চ জ্বালিয়ে চারপাশ দেখলাম ;
সেই সুনশান গ্রামের পথে
কিছু কি দেখলাম?
না না ভুল, মনের ভুল
ভুল দেখলাম!
সাহসকে মনের কোনা থেকে
টেনে এনে আবার চললাম।
চারিদিক নিশ্চুপ নিঝ্ঝুম
ভয়ের জড়তা এসে গেল ;
তবুও যেতেই হবে
কাজটা অত্যন্ত জরুরি ছিল।
সাহসের শেষ শেষ বিন্দু নিয়ে এগোলাম
চলতে চলতে থেমে থেমে এগিয়ে গেলাম।
সাহসও ফিরে এল
মনে যেন বল এল,
হঠাৎ বজ্রকণ্ঠ ফিরে এল
ডাকল দ্বিগুন জোরে
জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি
মাটি আঁকড়ে।