ঘুম ভাঙল;
তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল
চোখ মুখ ভিজে যাচ্ছিল
তাই জ্ঞান ফিরে এল।
রাতের গহন আঁধার যেন
কামড়াতে লাগল ;
ভয় আবার ফিরে এল।
কিংকর্তব‍্যবিমূঢ় আমি
রাস্তা ধরে চলতে লাগলাম ;
কাজের কথা মনে পড়ল
তাই এগিয়ে চললাম।
কিন্তু কোন দিকে যাব
বুঝতে পারলাম না ;
সব ভুল হয়ে গেছে
কিছুই চিনতে পারলাম না।
তাই সামনে যেতে থাকলাম
এঁকা বেঁকা রাস্তায় মোড়ের ধারে
একটা বাংলো বাড়ি পেলাম।
বৃষ্টি জোরে এসে গেল
সব ধোঁয়া ধোঁয়া লাগছিল
তাই ওই বাংলো বাড়িতে ঢুকলাম।