অর্থনীতির জালে আবদ্ধ
আমরা বিশ্ববাসী
ছিঁড়ে ফেল এ জাল এবার
সাম‍্যের ডাক পেয়েছি।
একদিকে জমছে ধনের পাহাড়
আর সবাই ত ভিখারী
ভগবানের সন্তান আমরা সবাই
অন্ন বস্ত্রের অধিকারী।
বাঁচার নীতি বানাও এবার
এই অর্থনীতির জাল ফাড়ি
ধনী দরিদ্রের এতো বড় খাই
এসব কখন মিটবে
প্রাণ ভরে অন্ন পাবে সব
বস্ত্র সহজ লভ্য হবে?
কে দেবে তাদের এমন সুযোগ
ধনী দরিদ্রে এত ভেদ
আর থাকবে না
হবে না হবে না খোল তলোয়ার
নাহলে কেউ শোধরাবে না।
দণ্ড মুণ্ডের কর্তা যারা
তারা পরিজনদের নিয়ে ব‍্যস্ত
চাওয়ার ত শেষ হয় না ত কভু
তাই দিনে দিনে অতিব‍্যস্ত।
অর্থনীতির এই মহাজাল
কখনও কি কিছু টুটবে?
মানুষের মনে দরিদ্রতম
ব‍্যক্তিদের প্রতি দয়া আসবে?
জীবনে জীবনে মিলন হবে
ওরা কি ভালোবাসবে?
হবে না হবে না কখনই হবে না
সবাই শ্রেণিবিদ্বেষে ভুগছে
মনের পরিবর্তন না হলে
বিদ্বেষ বিষে সবাই ফুঁসছে।