চলেছি পথে পথে নিশুতি রাতে
গা ছমছম মনে ভয় অজানা পথে ;
বউটা মরল চিকিৎসাহীন অনাহারে
ছেলেটার জ্বর হয়েছে কদিন থেকে।
লকডাউনে চাকরি গেছে ছমাস হল;
কি জানি করোনা রোগ এসেছে
যেন মহামারি এল।
অর্থকষ্টে দিন চলে যায়
ক্ষুধার অন্ন জোটে না ক হায়
ছেলের চিকিৎসা কি করে হয়
তাই নেমেছি রাস্তায়।
মনে ছিল কত দ্বিধা সংকোচ
যেন চারিদিকে হাজার চোখ
বারে বারে যেন আমারে শাসায়।
হঠাৎ তখন গাড়ির আলো
ঝিলিক দিয়ে চলে গেল ;
তাড়াতাড়ি লুকিয়ে পড়ি অন্ধকারে।
জীবনে ছিল কত আশা
অনেক শান্তি ভালোবাসা
এখন সব গেল ভেসে
করোনার আগমনে।
বড়ো হওয়ার ছিল নেশা
শেষ করল সব সর্বনাশা ;
বাঁচবার প্রয়োজনে করব চুরি
এমনি এল মনে।
এমন সময় দেখি এক বাড়ি
শূন্য ছিল এদিক ওদিক হেরি
ভাবলাম তালা ভাঙি।
তার আগেই পুলিশ এল
আমাকে ধরে নিয়ে গেল
ছেলেটার কি হবে
তা কেউ ভাবল না।
এ দেশে আইন আছে
পুলিশী ব‍্যবস্থা আছে
কিন্তু ছেলের আমার কি হবে
কেউ তা জানল না।