জীবনটা যেন এক ইতিহাস
স্মৃতি দিয়ে ঘেরা,
জন্ম মৃত্যু সন তারিখ
সব যেন হিসাব করা।
জীবনের পাতায় পাতায়
ইতিহাস রচে যাওয়া।
কখনও ছিল দুঃখ দৈন‍্য
যুদ্ধ এল করল শূন্য
জীবনটা বিস্ময়ে ভরা।
নদীতে যখন জোয়ার আসে
জলোচ্ছাসে দুকূল ভাসে;
স্বদেশী মায়ের ডাক শুনে
বিপ্লবীরা হলো মাতোয়ারা।
এসব দিনের অনুভূতি
জীবনকে দেয় চলার গতি
ভবিষ্যতকে শিক্ষা দিয়ে
চেনায় বসুন্ধরা।
ইতিহাস বলে ----
ঊর্ধ্বে উড়িয়ে স্বদেশী পতাকা
প্রীতিলতা করল অভিযান ;
ধ্বংস হলো ব্রিটিশ শৌর্য
শেষ হলো সম্মান।