আমি গাইছি গান গাইছি
সুরের বাঁধনে থেকে;
কত রাগ রাগাশ্রয়ী
গানের সৃষ্টি করে
জীবনে নিয়েছি ভরে।
একদিন সব শেষ হয়ে যাবে
সেই শেষের দিনে
সব রাগ যেন একত্র হয়ে বাজে
আমার শেষের গানে।
যে আনন্দ আমায় তুমি দিলে
জীবন জুড়ে এত  সগৌরবে
সে আনন্দ জড়িয়ে আছে
ঘাসে তরুলতায়
জীবন মরণ দুটি ভাইয়ের সাথে।
তাই গাইছি গান গাইছি
এ জীবন ভরে।
বাধা বিপদ আসবে
প্রবলের বেশ ধরবে
তবু গাইব দিন কাটব
আনন্দ থাকবে মনে।