চলতে চলতে হঠাত শুনি
শবেদের কান্না
সেখানে হবে আমার বাংলো
আর কারও স্থান হবে না।
কিন্তু এ কি এতো
শবের কান্না কেন
যেন কত শত শব
জোড় হাতে বলছে
"আমাদের এই দশা কেন?
তোমরা বানাবে অট্টালিকা
মারবে শত শত বৃক্ষ
এ নয় পৃথিবীর নিয়ম
বাঁচাই সবার ধর্ম।
তবু তোমরা বাহুর শক্তিতে
মোদের নির্জীব ফেলে
রাখ
অস্ত্র দিয়ে ডিজাইন করে
ঘর আসবাব বানাও।
ভোল কেন তোমরা আমাদের
শ্বাস প্রশ্বাসের কথা
জীবন আছে আমাদেরও
নীরব প্রাণের কথা
তবুও মানুষ আপন স্বার্থবশে
বানায় অট্টালিকা
করে শত বলিদান নিঃশেষে।"