গানের দেবতা তুমি এলে
এলে কি মিষ্টি গানে
সুরে সুরে সুরের
প্লাবন নিয়ে ;
ত প্লাবন আমায়
ভাসিয়ে দিল
হৃদয়ের তন্তুগুলো
জাগিয়ে দিল।
সে গান কে যেন
আকাশ থেকে শুনল;
তানসেনের স্বপ্নগুলো
কেড়ে নিল।
ব্রহ্মার পা যেন
জলে ভিজল;
তাই কি পৃথিবী
জলে পরিপূর্ণ হল।
মহাদেবের উদাত্ত কণ্ঠে
উদাত্ত সুরে গান এল;
সেই সুরেতে মোহিত হয়ে
পৃথিবী নাচতে থাকল
সূর্য তারই আকর্ষণে
ধ‍্যানে বসল।
কৃষ্ণ গাইল আপন সুরে
গোপিনিদের মন ভোলাল;
বাঁশির সুরে মুগ্ধ করে
রাধাকে ডাকল।
গ্রহরা চলে গানে গানে
সৃষ্টিকর্তার নির্দেশনে;
গানের ভাষা
সে যে স্বপ্ন মাখা ;
ইশ্বরীয় ভাষা
এ ত সবাই জানে।